রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীর পর্নোগ্রাফি মামলা

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীর পর্নোগ্রাফি মামলা

কুষ্টিয়ায় এক ছাত্রলীগ নেত্রীর ব্যক্তিগত আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৬ জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রলীগের সহ-সম্পাদক নওরিন রহমান। যার মামলা নং৪৬/৪১২।

মামলার আসামিরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর (গলাকাটা) এলাকার  খলিলের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য মোঃ হৃদয় (২৪), চুয়াডাঙ্গা শহরের আক্তারুজ্জামানের ছেলে মুহাইমিদুল মিরাজ (২৩), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেফাউল ইসলাম (২২), দৌলতপুর উপজেলার  হালিম শিকদারের ছেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণশাকিল আহমেদ তুষার (২৮), একই এলাকার সহেল রানার ছেলে সহ-সম্পাদকফারদ্দি সৃষ্টি (২২) ও কুমারখালী থানার  বড়ইচারা গ্রামের সালামের ছেলে  জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নওরিন রহমানের ব্যক্তিগত আপত্তিকর কিছু ছবি আসামিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তা নিজ নিজ ফেজবুক আইডিতে পোস্ট করে।  

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, একজন নারী নেত্রীর লিখিত অভিযোগ থেকে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নওরিন রহমানের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সাধারণ 
সম্পাদক কুপ্রস্তাব ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ কয়েকজন ছাত্রলীগের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে সঠিক বিচারের দাবিতে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদিকা ঐ নেত্রী।

নারী নেত্রী জানান, আমার জীবন আজ বিপন্নের পথে। শুধুমাত্র ছাত্রলীগকে ভালবেসে এবং ছাত্রলীগের রাজনীতি করতে যেয়ে আমি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের আর্দশ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমি বর্তমান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের হাত ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগে সাধারণ কর্মী হিসেবে কাজ করা শুরু করি। তখন থেকে তার বাসায় আমাকে বিভিন্ন কারণে ডাকতো। পরবর্তীতে একদিন তার সাথে দল করতে যে কোন শর্তে রাজি হতে বলে। আমি তার প্রস্তাব এড়িয়ে যায় কিন্তু আমার এক দাদার সাথে একটি পারসোনাল টি-শার্ট পরা ছবি চ্যালেঞ্জ কোনভাবে হাতে পাই এবং বাসায় ডেকে ঐ ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আমাকে কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে রাজি না হলে ওই ছবি ভাইরাল করার ভয় দেখায় তখন আমি ভয় পেয়ে তাকে খারাপ মানুষ বলে চলে আসি আর নিজেকে একা রাখার চেষ্টা করি। 

এই অপমানের প্রতিশোধ নিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ  চ্যালেঞ্জ তার ছোট ভাইদেরকে ঐ ছবি এবং আমার আরও কিছু এডিট করা ছবি ভুয়া আইডি খুলে বাজে ভাষায় ক্যাপশন দিয়ে ফেসবুকে প্রচার শুরু করে। রাস্তা-ঘাটে দেখা হলেই চ্যালেঞ্জের সহযোগিরা আজেবাজে কথাবার্তা সহ আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। দিনদিন এর মাত্রা বেড়ে যাওয়ায় আমি কোন উপায় না পেয়ে গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি  লিখিত অভিযোগ দেই।

কেএস