মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

মোসাদের হয়ে ইরানে গুপ্তচরবৃত্তি, ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

মোসাদের হয়ে ইরানে গুপ্তচরবৃত্তি, ফাঁসি কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

রোববার (২২ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখার পর গত শনিবার ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দণ্ড কার্যকরের আগে মাজিদ মোসায়েবির বিরুদ্ধে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

তদন্তে প্রমাণিত হয়, মাজিদ মোসায়েবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তথ্য পাচারে জড়িত ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও গোয়েন্দাগিরির অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেন।

টিএইচ