বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এখন থেকে অধিকাংশ করদাতার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, আগামী ৪ আগস্ট থেকে স্বাভাবিক (individual) ব্যক্তি করদাতাদের www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এটি আয়কর আইন, ২০২৪-এর ধারা ৩২৮-এর উপধারা (চ) অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

তবে কিছু শ্রেণির করদাতাদের এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। তারা হলেন— প্রবাসী বাংলাদেশি, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি, সনদ দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।

এ ছাড়া, অনলাইন রিটার্ন দাখিলের সময় কারিগরি জটিলতার সম্মুখীন হলে সংশ্লিষ্ট করদাতাকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে উপকর কমিশনার বরাবর লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তাঁরা কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সব সরকারি কর্মকর্তা, সব তফসিলি ব্যাংক এবং কয়েকটি বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল।

টিএইচ