শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স

জুলাইয়ে ছাত্র আন্দোলনের সমর্থন হিসেবে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। এতে কমে যায় রেমিট্যান্স আসার পরিমাণ।

তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়ে যায় রেমিট্যান্সের গতিপ্রবাহ। এরপরই রেকর্ড করে রেমিট্যান্সে। গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে। এবার সেই রেকর্ডটিও ভেঙে দিলো সদ্য বিদায়ী মার্চ মাস।

দেশের ইতিহাসে রেমিট্যান্সে নতুন ইতিহাস তৈরি করলো বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা এক মাসে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

এর আগে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স কখনোই দেশে আসেনি।

টিএইচ