বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা ও গবেষণাসহ সব খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২ জুলাই) ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়।
এরপর শিক্ষার্থীরা উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে দাবি সম্বলিত স্মারকলিপি দেন। উপাচার্য বাজেট সমপ্রসারণের জন্য এই দাবিনামা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর পেশ করবেন শিক্ষার্থীদের জানিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা, দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ববিকে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সুপরিকল্পিত ও সমপ্রসারিত বাজেট কাঠামো জরুরি বলে দাবি করে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চলনায় সমাবেশে বক্তৃতা দেন, সংগঠক ভূমিকা সরকার, আবদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, মানুষের মূখ্য লক্ষ্য হল সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে পরিপূর্ণতা দেয় জ্ঞান আর এই জ্ঞানের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরকার কতৃক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ খুবই নগন্য তাছাড়া গবেষণাখাতে বরাদ্দ আরও নগন্য।
শিক্ষাখাতে যদি বরাদ্দবৃদ্ধি না করা যায় তবে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গঠন করা সম্ভাব হবে না। তাই অতিদ্রুত এই বাজেট সমপ্রসারণের দাবি জানাই। প্রসঙ্গত গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ববির জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট পাশ করা হয়।
টিএইচ