মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
The Daily Post

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক, এবং তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত সম্পূর্ণ পাঠ্যসূচি অনুযায়ী।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এনসিটিবি থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা স্মারকে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে এই পাবলিক পরীক্ষায় অংশ নেবে।

চিঠিতে উল্লেখ করা হয়, পরীক্ষাটি হবে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক। করোনা মহামারির পর কয়েক বছর পরীক্ষা নেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এবার থেকে শিক্ষা মন্ত্রণালয় আবার পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে মূল্যায়নের ধারায় ফিরে যাচ্ছে।

নির্দেশনাটি দেশের সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছেও।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যবিষয়ের গভীরতা ও আন্তর্জাতিক মান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রস্তুতির সময় ও কাঠামো আগেভাগেই নিশ্চিত হবে।

টিএইচ