মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
The Daily Post

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি প্রতিনিধি

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সদস্য সমাবেশে গোপন ব্যালটে তিনি সভাপতি নির্বাচিত হন।

একই সমাবেশে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি হিসেবে মনোনীত হন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদুর ইসলাম।

ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি গঠিত কমিটিতে আসাদুল ইসলাম সভাপতি ও রিয়াজুল ইসলাম সেক্রেটারি ছিলেন। নতুন কমিটিতে সেক্রেটারি হওয়া আলিম পূর্বে সাংগঠনিক সম্পাদক এবং জাহেদ ছিলেন অফিস ও প্রচার সম্পাদক।

টিএইচ