মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
The Daily Post

জাতীয় বিশ্ববিদ্যালয়েরও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়েরও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

এইচএসসি ও সমমানের পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যারয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

এই কর্মকর্তা বলেন, যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানি ও আহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। তবে অনন্যা দিনের পরীক্ষার সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করা হয়। তবে শোকের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মধ্যরাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

টিএইচ