বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

জাবিতে জুলাই-২৪ স্মৃতি সড়ক উদ্বোধন

জাবি প্রতিনিধি  

জাবিতে জুলাই-২৪ স্মৃতি সড়ক উদ্বোধন

২০২৪ এর জুলাই অভ্যুত্থানের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বাসভবনের সামনের সড়কের নামকরণ ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) উপাচার্যের বাসভবনের সামনের সড়কের ‘জুলাই-২৪ স্মৃতি সড়ক’ নেমপ্লেট উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। 
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২৪ এর জুলাইয়ের বাহক হিসেবে এটি থাকবে।

বাসভবনে থেকে বের হওয়া এবং ঢোকার সময় এই স্মৃতিফলক আমাকে প্রতিদিন জুলাইকে মনে করিয়ে দিবে, মনে করিয়ে দিবে আমি জুলাই রক্তের উপহার। আমরা একতাবদ্ধভাবে পরাজিত শক্তিকে, পরাজিত রাখার যে অঙ্গিকার করেছি সেদিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, এর আগে ‘জুলাই স্মৃতি সড়ক’ নামে প্রশাসনের কাছে সড়কের নাম প্রস্তাবনা করেছিল বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

টিএইচ