বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

ববি প্রতিনিধি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের মো. রাকিবুল হাসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ৷ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী ৷

জানা যায়, বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি ৷ রাকিবুল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী৷ তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়৷ রাকিবুল সরকারি বিএল হাইস্কুল, সিরাজগঞ্জ থেকে এসএসসি এবং উল্লাপাড়া সাইস কলেজ থেকে এইচএসসি পাশ করে।

তার সহপাঠী সূত্রে জানা যায়, এখানে (বরিশাল) আসার পরে জ্বর হয়েছিলো রাকিবুলের, সে এখানে কোনো হাসপাতালে ভর্তি ছিলো না এমনি ফার্মেসি থেকে সাধারণ জ্বরের ঔষধ খাইয়েছিল। অল্প কয়েকদিন আগে বাড়ি চলে গেছে। 

তার আরেক সহপাঠী বলেন, আমরা আজকে জুম্মার নামাজ পর রকিবুলের আত্মার মাগফেরাত এর জন্য দোয়ার আয়োজন করবো।

রাকিবুলের এমন মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

টিএইচ