চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৭.০৩। মোট জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫০৬২ জন। এর মধ্যে ছাত্র ৭৫১৬ ও ছাত্রী হচ্ছে ৭৫৪৬ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফলাফল করেছে।
এবারে ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছাত্রদের ৬৪ দশমিক ৩৮। জিপিএ-তে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মোট জিপিএ প্রাপ্ত ১৫০৬২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৫১৬ ও ছাত্রী হচ্ছে ৭৫৪৬ জন।
দিনাজপুর বোর্ডে ২৭৮২টি স্কুলের মধ্যে শুন্য পাশের হার স্কুলের সংখ্যা ১৩টি। শতকরা ১০০ ভাগ পাশ স্কুলের সংখ্যা ৪৮টি। এসএসসি ২০২৫ পরিক্ষায় সারাদেশে পাসের হার ৮৩.৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার শিক্ষার্থী। সবচেয়ে কম পাস করেছে দিনাজপুর বোর্ডে।
উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবার জিপিএ পেয়েছিল ১৮ হাজার ১০৫। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন। অন্য বছরের মতো এবার এসএসসি ফল প্রকাশকে ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
টিএইচ