সোমবার, ২০ মে, ২০২৪
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ববি ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে দোকানদারের ওপর হামলার অভিযোগ

ববি প্রতিনিধি 

ববি ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে দোকানদারের ওপর হামলার অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কতিপয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে দোকানের সিসি টিভি ফুটেজ না দেয়ায় এক দোকানদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জিনিয়াস বিজনেস সেন্টারের কর্ণধার শাহ আলম মারধরের শিকার হন। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ইংরেজী বিভাগের ২০১৮-১৯ সেশনের মঞ্জু এবং শিহাব ওই দোকানদারকে মারধর করে। 

মারধরের শিকার শাহ আলম জানান, দুই ছাত্রলীগ কর্মী সন্ধায় আমার দোকান গিয়ে বাহিরের সিসি টিভি ফুটেজ চায়। আমি বলেছি আমার দোকানের কোন বিষয় হলে সিসি টিভি ফুটেজ আপনাকে দেখাবো। কিন্তু বাহিরের সিসি টিভি ফুটেজ দেয়া দণ্ডনীয় অপরাধ। সেজন্য আমি দিতে অপরাগতা প্রকাশ করি। এমনঅবস্থায় আমার ওপরে ফ্রেমের অ্যালুমিনিয়াম ও স্টাপলারের পিন মেশিনের স্টিলের হাতল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আমি এ ঘটনার বিচার চাই। 

মারধরের ঘটনায় অভিযুক্ত শিহাবের সাথে যোগাযোগ করা হলে, সে এ বিষয়ে কোনো কথা বলতে চাইনি। এবং আরো বলে, আমার কাল পরীক্ষা আর আমি এ বিষয়েও কিছু জানি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। বাজারে মারামারি করলে সে দ্বায়-দায়িত্ব আমার না। এটা ক্যাম্পাসের বাহিরের ঘটনা, সবথেকে ভালো ভুক্তভোগীর আইনি ব্যবস্থা নেয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই (ইনচার্জ) মশিউর রহমান বলেন, ঘটনা আমরা জেনে ঘটনাস্থলে গেছিলাম। ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নিবো।

টিএইচ