সোমবার, ২০ মে, ২০২৪
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post
ইবিতে ছাত্রী নির্যাচন ও ভিডিও ধারণ

যা বলার তদন্ত কমিটিকে বলেছি: অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক

যা বলার তদন্ত কমিটিকে বলেছি: অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ও তার সহকর্মীর সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়কের কক্ষে তাদেরকে ডাকা হয়।

কক্ষ থেকে বের হয়ে অভিযুক্ত অন্তরা সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তা তদন্ত করলেই জানতে পারবে। তদন্ত কমিটি ‘ঘটনা’ সম্পর্কে জানতে চেয়েছে। কিন্তু কোন ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে, প্রশ্ন করলে তিনি বলতে চাননি।

অভিযুক্ত তাবাসসুম বলেন, যা বলার তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এর বাইরে কিছু বলতে চাই না।

সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, তদন্তে কি পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধান নেই।

তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। আমার অনেক কাজ করেছি। কাজ চলছে, কে অভিযুক্ত এটা এখন বলতে পারবো না। সিসি টিভির জন্য, হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। অভিযোগের সত্যতা বিষয়ে এখন আমরা বলতে পারবো না।

টিএইচ