রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা ও একাডেমিক নেতৃত্ব বিকাশে ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তারা শিক্ষাদান, গবেষণা ও নৈতিক মূল্যবোধে দক্ষ হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে এই ট্রেনিংয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাত দিনব্যাপী এই ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৬৭ জন প্রভাষক অংশগ্রহণ করেন।
এ ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইকিউএসির সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।
টিএইচ