রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
The Daily Post

মালয়েশিয়ায় প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

মালয়েশিয়ায় প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৯৮ টি দেশের চলচ্চিত্র নিয়ে মালয়েশিয়া প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে  কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি এওয়ার্ডস।

কুয়ালালামপুর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারের উচ্চ পর্যায়ের অফিসারদের সাথে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেএলআইফার চেয়ারম্যান রয়্যাল হাইনেস টুংকু আজলান।

 এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন কাউন্সিলর জি এম রাসেল রানা।

আয়োজকরা মনে করেন এই ফেস্টিভালটি এশিয়ার মর্যাদাপূর্ণ একটি আসরে রূপ নিতে যাচ্ছে। প্রতি বছর বিশ্ব চলচ্চিত্র প্রেমীরা এই আসরে যোগ দিবে। ৩ হাজেররও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং অ্যানিমেশন ফিল্ম  ইতিমধ্যে জমা পড়েছে।

কেএলআইফার প্রথম আসরে বাংলাদেশকে কান্ট্রি অফ অনার ঘোষণা করা হয়েছে। কান্ট্রি অফ অনার হিসেবে বাংলাদেশ ফিল্ম মার্কেট সামিট, ফিল্ম স্ক্রিনিং এবং ইন্টারন্যাশনাল ফিল্ম প্রফেশনাল নেটওয়ার্কিং বিশেষ মর্যাদা পাবে।

আন্তর্জাতিক বিচারকদের সাথে বাংলাদেশ থেকে বিচারক হিসেবে যোগ দিচ্ছেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। www.klifaa.com অফিসিয়াল ওয়েব সাইটে চলচ্চিত্র জমা চলবে ৩১ মে পর্যন্ত।

টিএইচ