রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

২৪ ঘণ্টায় করোনায় ৫০০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় করোনায় ৫০০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার ৩৯৯ জন রোগী। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ১৫ হাজার ৮৬৫ জন। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৩৫ হাজার ৭৯৪ জন। আর সুস্থ হয়েছেন ৬২ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৪২ জন।

রোববার (২৭ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে একদিনে মারা গেছেন ১৬৪ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩২৭ জন রোগী। এ নিয়ে জাপানে শনাক্ত বেড়ে দাঁড়ালো দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৮১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৯ হাজার ৩৬ জন।

ইএফ