বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সমুদ্রে ডুবে গেল সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সমুদ্রে ডুবে গেল সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান

ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসার সময় লোহিত সাগরে ডুবে গেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ/এ-১৮ই সুপার হর্নেট। বিমানের মূল্য প্রায় ছয় কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৭০০ কোটি টাকারও বেশি। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে।

মার্কিন যুদ্ধবিমানটি বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান-এ অবতরণ করার সময় সাগরে পড়ে যায়। তবে সময়মতো বেরিয়ে আসায় পাইলট প্রাণে বেঁচে যান।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানটি রণতরীতে অবতরণ করতে গিয়ে সাগরে পড়ে চিরতরে হারিয়ে গেছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি হঠাৎ দিক পরিবর্তন করে। এতে ভারসাম্য হারিয়ে পড়ে যায় বিমানটি।

এই ঘটনা ঘটে ইয়েমেনের সাদা প্রদেশে মার্কিন বাহিনীর চালানো বিমান হামলার পরপরই। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়ে যায়। হুথি প্রশাসনের দাবি, সেখানে নিহত হয়েছেন অন্তত ৬৮ জন, আহত ৪৭।

আশ্রয়কেন্দ্রটি পরিচালিত হতো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেডক্রসের তত্ত্বাবধানে। হুথিরা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। তাদের প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে মানুষ খুঁজে ফিরছেন উদ্ধারকারীরা। একাধিক আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একটি অবিস্ফোরিত মার্কিন ক্ষেপণাস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

হুথি বাহিনীর তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ১২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে, যাতে ১৩০০ জনের বেশি হতাহত হয়েছেন, যাঁদের অনেকেই নারী ও শিশু।

গত বছরের নভেম্বরে গাজায় হামলার প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে হামলা শুরু করে। এরপর গাজায় যুদ্ধবিরতি চললেও, সাম্প্রতিক সময়ে সংঘাত ফের শুরু হলে আবারও হুথিদের হামলা বাড়ে। জবাবে যুক্তরাষ্ট্রও হামলা জোরদার করেছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী এবং এর বিমান শাখা ‘সম্পূর্ণরূপে সক্ষম’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হারানোর পর সেটি কতটা মানসিক আঘাত হয়ে উঠবে—এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

টিএইচ