শনিবার, ১০ মে, ২০২৫
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

গাজায় ফের ইসরায়েলি হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ফের ইসরায়েলি হামলা শুরু

গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস ইসরায়েলে গুলি চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে তারা। বিবিসি।

হামাস পরিচালিত জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে- দক্ষিণ গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান থেকে হামলা করা হয়েছে। গাজায় বিবিসি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

 সূত্রগুলো বলছে, উত্তর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা শহরের উত্তর-পশ্চিমে গোলাগুলি হয়েছে।

টিএইচ