মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ‘রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে ইরানের অন্তত আটটি লক্ষ্যবস্তুতে আজ শুক্রবার ভোরে পাঁচ দফায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান জানিয়েছে, এই হামলায় দেশটির ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন। নিহত হয়েছেন ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত দুই শীর্ষ বিজ্ঞানীও।
জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সরাসরি প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান অন্তত ১০০টি ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফও এই তথ্য নিশ্চিত করেছে।
টিএইচ