বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মোদির শপথ : শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মোদির শপথ : শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আগামী ৯ জুন মোদির শপথ নেওয়ার কথা রয়েছে।

টিএইচ