শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে জবাব হবে ‘নজিরবিহীন’, ইরানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে জবাব হবে ‘নজিরবিহীন’, ইরানকে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি হামলার শিকার হয়, তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলা চালানো হবে।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি ইরান আমাদের ওপর কোনো ভাবে বা আকারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তোমাদের ওপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনও দেখা যায়নি।’

একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!’

ইরানের ওপর করা ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ‘আজ রাতে ইরানের ওপর করা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।’

এদিকে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে ইরান।

টিএইচ