বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
The Daily Post

“ইসরায়েলের সঙ্গে আপস নয়”— ঘোষণা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

“ইসরায়েলের সঙ্গে আপস নয়”— ঘোষণা খামেনির

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে কখনও আপস করবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, “জায়নবাদী সন্ত্রাসীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, “আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেবো। ইরান কখনোই আপস করবে না।”

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে “নিঃশর্ত আত্মসমর্পণের” আহ্বান জানান। খামেনির বক্তব্যের কিছুক্ষণ পরই ইরানে নতুন করে হামলা চালায় ইসরায়েল।

বার্তাসংস্থা রয়টার্স ইরানি গণমাধ্যমের বরাতে জানায়, এ দফায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র— সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত, সেটিও হামলার লক্ষ্যবস্তু হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়।
হামলার আগে তেহরানের পক্ষ থেকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিভের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়।

বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

টিএইচ