শুক্রবার, ০৩ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
The Daily Post

অনলাইনে ড্রোন অর্ডার দিয়ে পেলেন আলু!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইনে ড্রোন অর্ডার দিয়ে পেলেন আলু!

পুরো ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মৌসুম। আর তা শুরু হতেই দেশের নামী ই-কমার্স সংস্থাগুলি গ্রাহকদের জন্য ছাড়ের ঘোষণা করেছে। এমতাবস্থায়, ই-কমার্স ওয়েবসাইটগুলিতে শপিং করতে ভিড় বাড়াচ্ছেন গ্রাহকরা। এমনই এক ই-কমার্স ওয়েবসাইট- মেশো থেকে একটি ড্রোন ক্যামেরা অর্ডার করেছিলেন বিহারের নালন্দার এক গ্রাহক। তবে বাড়িতে প্যাকেজটি ডেলিভার হতেই মাথায় হাত পড়ল তাঁর। প্যাকেজটি খুলে তিনি দেখলেন, ভিতরে ড্রোনের বদলে রয়েছে এক কেজি আলু।

সম্প্রতি, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটিতে সেই ব্যক্তি ডেলিভারি এগজিকিউটিভকে তাঁর সামনে প্যাকেজটি খুলতে বলেন। আর প্যাকেজটি খুলতেই দেখা গেল যে ড্রোন নয়, সেখানে রয়েছে ১০টি আলু। যার আনুমানিক ওজন প্রায় ১ কেজি। সেই ডেলিভারি এগজিকিউটিভকে বলতে শোনা যায় যে, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।

নেট মাধ্যমে প্রকাশ হওয়ার পর নিমেশেই ভাইরাল হয় এই ভিডিও। অভিযোগ, গ্রাহকের সঙ্গে 
প্রতারণা করেছে এই সংস্থা। ড্রোন পাঠানোর বদলে প্যাকেটে আলু পাঠিয়েছে সেই সংস্থা। চেতন কুমার নামের সেই গ্রাহক বলেন যে তিনি মেশো থেকে ৮৪,৯৯৯ টাকা দামের একটি ড্রোন অর্ডার করেছিলেন। ডিস্কাউন্টে মেশো-তে মাত্র ১০,২১২ টাকায় এই ড্রোনটির কথা জানতে পেরেছিলেন তিনি। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। মেশোর পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে এই ড্রোনটির উপর ব্যাপক ছাড় প্রদান করা হচ্ছে। তাই এই ড্রোনটি এত সস্তায় পাচ্ছেন তিনি। অর্ডারের পুরো দামটাই অনলাইনে মিটিয়েছিলেন তিনি।

ভিডিওটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে এই ধরনের কাণ্ডকারখানা একেবারেই নতুন নয়। এর আগেও সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। কখনও আই-ফোন অর্ডার করে হাতে এসেছে ডিটারজেন্ট বার, তো কখনও ল্যাপটপ অর্ডার করে হাতে এসেছে ইটের টুকরো। আর এবার ড্রোন অর্ডার করে হাতে এল এক কিলো আলু, যার বাজার মূল্য প্রায় ৩০ টাকা। সূত্র: এইসময়

এবি