মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

ইরান শান্তিপূর্ণ আচরণ করলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ইরান শান্তিপূর্ণ আচরণ করলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের

ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখায়, তাহলে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে— এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আর কোনো ক্ষতির চেষ্টা না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”

ট্রাম্প আরও বলেন, “লক্ষ্য অর্জনে কঠোর কিংবা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া অনেক বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় পরিবর্তন আনতে পারে।”

তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি। তিনি বলেন, “আমরা আগাম খুব একটা সতর্কবার্তা দিইনি। তারা কিছু সরিয়ে নিতে পারেনি, এমনকি ভাবতেও পারেনি আমরা এটা করব। ইউরেনিয়াম ভারী এবং বিপজ্জনক পদার্থ— অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয়।”

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ‘ক্লান্ত’ হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার ভাষায়, “আগামী কিছু সময়ের জন্য, তারা পরমাণু নিয়ে কিছু করবে না। তাদের অবস্থা এখন এমন— তারা আর পারছে না।”

এদিকে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, “ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনকারী এই চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যদিও আমি এখনই নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলতে চাই না।”

তিনি বলেন, “আমাদের সঙ্গে ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে। আশা করি, শিগগিরই আরও দেশ এতে যুক্ত হবে। কারণ, ইরানই এই অঞ্চলের স্থিতিশীলতায় সবচেয়ে বড় অন্তরায় ছিল।”

টিএইচ