বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
The Daily Post

ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইরানের ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের পর এবার নিউইয়র্ক সিটিতেও একই ধরনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীদের অনলাইনে পোস্ট করা ভিডিও অনুসারে, ম্যানহাটনের রাস্তায় শত শত মানুষ মিছিল করেছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ইরানের ওপর মার্কিন হামলার হুমকির পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি সমর্থনের নিন্দা জানিয়েছে।

প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, ‘এখনই ইরানকে হাতছাড়া করো’। ‘গণহত্যার জন্য অর্থায়ন বন্ধ করো’।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন।

এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

টিএইচ