বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করলো ইসরায়েল

ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে।

প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি এবং ভালি আসরের প্রধান রাস্তার কাছে সাবেরের ওপর আক্রমণ চালানো হয়।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ১০ জনের বেশি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল।

এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অনেকে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

টিএইচ