বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

নিহত বিজ্ঞানীরা হলেন আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, সাইয়্যেদ আমিরহোসেইন ফাকি, মোতলাবিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি। তাসনিমের পোস্টে বলা হয়, ‌ইহুদিবাদী সরকার দেখিয়ে দিয়েছে যে তারা সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, এই হামলা পরিচালিত হয়েছে উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এর মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের অংশগ্রহণে অভিযানটি নিখুঁতভাবে পরিকল্পিত ও সুনির্দিষ্ট ছিল।

এদিকে, এই হামলার প্রতিক্রিয়ায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এসব ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বড় পরিসরে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

টিএইচ