রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

গাজার কিছু এলাকায় ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

গাজার কিছু এলাকায় ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা

গাজার কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল।

“মানবিক কারণে” গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরের কিছু এলাকায় রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (জিএমটি ০৭:০০ - ১৭:০০) পর্যন্ত “কৌশলগত বিরতি” চলবে।

বার্তা সংস্থা আল জাজিরার  এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এর একদিন আগেই তারা কমপক্ষে ৭১ জনকে হত্যা করেছে, যার মধ্যে ৪২ জন ছিল সাহায্য নিতে আসা সাধারণ মানুষ। এদিকে আরও পাঁচজন পুষ্টিহীনতায় মারা গেছে।

ইসরায়েলি বাহিনী ‘ফ্রিডম ফ্লোটিলা’র ‘হানদালা’ জাহাজটি জব্দ করেছে এবং ২১ জন ক্রুকে আটক করেছে, যারা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৯,৭৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৪৪,৪৭৭ জন আহত হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হয়।

টিএইচ