শুক্রবার, ০৩ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
The Daily Post

ভারতের কট্টোরপন্থী নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কট্টোরপন্থী নেতা সুধীর সুরিকে গুলি করে হত্যা

ভারতে কট্টরপন্থী ধর্মীয় নেতা সুধীর সুরি উত্তর-পশ্চিমাঞ্চলের অমৃতসরে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, ৫৮ বছর বয়সী শিবসেনা নেতা সুধীর সুরি স্থানীয় সময় শুক্রবার প্রাণ হারিয়েছেন। 

শুক্রবার (৪ অক্টোবর) অমৃতসরে বিক্ষোভের সময় হত্যা করা হয় কট্টরপন্থী এই হিন্দু নেতাকে। পুলিশ জানায়, একটি মন্দিরের সামনে প্রতিবাদ করছিলেন ৫৮ বছর বয়সী সুধীর। 

সাথে ছিল শিবসেনার নেতাকর্মীরা। সেসময় ভিড়ের ভেতর থেকে একজন গুলি করেন সুধীরকে। দ্রুত হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব বলেছেন, সন্দেহভাজন একজন দোকানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিজেপি। সুধীর নিহতের ঘটনায় পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারকে দায়ী করছে দলটি। শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ব্যাপক সমালোচিত ছিলেন সুধীর সুরি।  

তিনি আরো বলেছেন, যারাই এ ঘটনার পেছনে রয়েছে এবং যারাই ষড়যন্ত্র করেছে, তাদের খুঁজে বের করা হবে। তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

চলতি বছর ধর্মীয় ইস্যুতে একাধিক হত্যাকাণ্ড হয়েছে অমৃতসরে। গত মাসেই স্বর্ণমন্দিরে দাঁড়িয়ে মাদক গ্রহণের অভিযোগে হত্যা করা হয় এক ব্যক্তিকে।
টিএইচ