চলমান অপারেশন ডেভিল হান্টে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খোলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদেও পাঠানো খবর—
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, শিবগঞ্জ উপজেলায় ২ জন, নাচোলে ৫ জন, গোমস্তাপুরে একজন ও ভোলাহাটে একজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ মে) সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চত করেছেন।
নওগাঁ : নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) উপজেলার চাকরাইল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাসিকের সাবেক মেয়র গা ঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান আব্দুল ওয়াহেদ খান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক মামলার আসামি টিটুকে গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়তে অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করে পুলিশ। বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বান্দরবান : বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকসহ চার আ.লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে মো. সালাউদ্দিন ও মো. জাহাঙ্গীরকে সদর উপজেলা এলাকা থেকে এবং কামাল উদ্দিন ও এসএম আবু তাহেরকে লামা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের নেতা মো. জাহাঙ্গীর, আ.লীগ নেতা কামাল উদ্দিন এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, নিয়মিত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, লামা পৌর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বোয়ালমারী : আলফাডাঙ্গা থানায় করা বিস্ফোরক মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, দাদপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান হাই, দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন, রূপাপাত ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ, রুপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া। গ্রেপ্তারদের শুক্রবার (৯ মে) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারদের শুক্রবার (৯ মে) আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তারদের আলফাডাঙ্গা থানায় করা বিস্ফোরক মামলায় শুক্রবার (৯ মে) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মির্জাগঞ্জ : চলমান অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর মির্জাগঞ্জের ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত মির্জাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মির্জাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. তুহিন হাওলাদার এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম নেছার।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর করা একটি মামলায় (মামলা নং -৭) মো. আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার ও মো. তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম নেছার ২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়েছে। তাদের মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মুরাদনগর : কুমিল্লা জেলার মুরাদনগরে আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সে ধনপতিখোলা গ্রামের মৃত সুরুজ ব্যাপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানার এসআই নিংওয়াই মারমা। থানায় মামলা ছাড়াও এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে। কিছু দিন আগে এই আ.লীগের নেতা এক যুবককে পিটিয়ে আহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আ.লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করে শুক্রবার (৯ মে) বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশীরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক। গ্রেপ্তার শরিফুল ইসলাম উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার (৯ মে) আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাজবাড়ী শহরের পান্না চত্বর ও গোয়ালন্দে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আ.লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আ.লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে ইঞ্জি. আমজাদ হোসেন ও দৌলতদিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম মন্ডল। রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি মো.মফিজুর রহমান বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহীন ফকিরের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং গুলি বর্ষণের ঘটনায় গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র মো. শরিফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কচাকাটায় নাশকতাবিরোধী অভিযান পরিচালনা করে পতিত ফ্যাসিস্ট আ.লীগের দুই সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদুল ইসলাম মাসুদ কচাকাটা বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান মিজান একই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত দিনে থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে এ দুই ফ্যাসিস্টকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, গত ৮ মে রাত থেকে শুক্রবার (৯ মে) সকাল পর্যন্ত চলমান নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কচাকাটাসহ কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট চারজন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাইফুজ্জামান পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) পাকশীর রূপপুরে নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম। সাইফুজ্জামান পিন্টু ঈশ্বরদী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকশী ইউনিয়নের মৃত কোরবান আলীর ছেলে। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকলেও সাইফুজ্জামান পিন্টুর নামে মামলা না থাকায় তিনি নিয়মিত পরিষদ কার্যালয়ে বসতেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় তদন্তে সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাকেরগঞ্জ (বরিশাল) : বরিশালের বাকেরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলার নিয়ামতি ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি কালাম সরদারকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৯ মে) উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিজ বাড়ি থেকে থানার এসআই আলমগীর তাকে গ্রেপ্তার করেন। থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় ছাত্র প্রতিনিধি মো. আরিফুর রহমান বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-০৮। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় কামাল হোসেন ও হেমায়েত হোসেন নামে দুই সেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান। আটক কামাল হোসেন সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলি মিয়ার ছেলে। আর মো. হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতাগ্রামের আনোয়ার হোসেন মোল্যার ছেলে। সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও মাঝারদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি হেমায়েত হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দিরাই (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নিশিকান্ত চৌধুরী চানুকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শ্যামারচর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারি মাসে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে করা মামলার আসামি ছিলেন তিনি। গ্রেপ্তার নিশিকান্ত চৌধুরী চানু উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত শ্যামাকান্ত চৌধুরীর ছেলে। জানা যায়, গত ৫ই আগস্টের পূর্বে নিজেদের দলের নাম ভাঙিয়ে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের প্রশ্রয়ে এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন এই যুবলীগ নেতা। গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, অপারেশন ডেভিল হান্টে আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে আলাদা দুটি বিস্ফোরণ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল আহসান (৫৫) এবং যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করে শুক্রবার (৯ মে) জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ইন্দুরকানী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. কামরুল আহসান উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারেক শিকদারের ছেলে ও রাসেল হাওলাদার একই গ্রামের আ. বারেকের ছেলে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরন মামলায় মো. রাসেল হাওলাদার এবং অন্য একটি বিস্ফোরণ মামলায় মো. কামরুল আহসানকে আটক করা হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
টিএইচ