শনিবার, ১২ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Post

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, পলকসহ ৭ জন

নিজস্ব প্রতিবেদক

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, পলকসহ ৭ জন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাতজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তার দেখানো বাকি ব্যক্তিরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ কর্মী মোক্তার হোসেন চোকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং আসাদুজ্জামান রাজন।

সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন।

এদিন আদালত সালমান এফ রহমানকে গুলশান থানার দুটি মামলা ও মিরপুর থানার একটি মামলায়, আসাদুর রহমান কিরণকে উত্তরা পূর্ব থানার দুটি মামলায়, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে মিরপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এছাড়া মোক্তার হোসেন, শাহে আলম মুরাদ ও আসাদুজ্জামান রাজনকে যথাক্রমে কাফরুল ও নিউমার্কেট থানার পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

টিএইচ