মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
The Daily Post

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলা দায়ের করা হয়। রাজিদা আক্তার (৩৫) নামের এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামি হলেন মনোয়ার হোসেন ডিপজলের পিএস মো. ফয়সাল।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টিএইচ