সোমবার, ১৩ মে, ২০২৪
ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
The Daily Post

আইন ও নির্বাচন পদ্ধতি মেনে সংলাপে আসতে হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইন ও নির্বাচন পদ্ধতি মেনে সংলাপে আসতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সাথে সংলাপ হতে কোনো বাধা নেই। তবে আইন ও নির্বাচন পদ্ধতি মেনে সংলাপে আসতে হবে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আইন ও বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়োজিত যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি।

বিরোধীদের বিচার করতে সরকারের নতুন সেল মন্তব্যে আইনমন্ত্রী বলেন, ২০১৪ সালে গঠিত মামলা জট কমানোর সেলকে যদি কেউ রাজনৈতিক হিসেবে অবহিত করে, তাহলে আমার করার কিছু নেই।

বিচারক সোহেল রানাকে সাজা দেয়ার বিষয়ে হাইকোর্ট ও বিচারিক আদালতের বিচারকদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা নিরসন করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

টিএইচ