শনিবার, ০৫ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
The Daily Post

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় রাত সোয়া ১২টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার আদালতে হাজির করা হবে।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ২০ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়।

টিএইচ