শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

গাড়ি বিক্রি করে নিহতদের টাকা দেন: শ্যামলী এনআর কর্তৃপক্ষকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

গাড়ি বিক্রি করে নিহতদের টাকা দেন: শ্যামলী এনআর কর্তৃপক্ষকে হাইকোর্ট

চলতি বছরের এপ্রিলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোঘা বটতলা এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিতে শ্যামলী এনআর পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাড়ি বিক্রি করে টাকা

বুধবার (৭ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই ভর্ৎসনা করেন।

এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেন আদালত। তবে শ্যামলী এনআর কর্তৃপক্ষ ৫ লাখ টাকা দিতে চায়। এসময় বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন, আপনাদের গাড়ি কয়টা, গাড়ি বিক্রি করে টাকা দেন।  

আদালত অভিযোগ করেন, একটা দুর্ঘটনায় তিন মানুষ মারা গেলো, মানুষ পঙ্গুত্ব বরণ করলো, আপনারা কোনও খোঁজ নিলেন না। পরে শ্যামলী এনআর কর্তৃপক্ষ টাকা দেয়ার জন্য একমাস সময় চাইলেও সেটি নাকচ করেন হাইকোর্ট। এদিন ৫ লাখ ও ১৫ দিনের মধ্যে বাকি অর্থ দেয়ার নির্দেশ দেয়া হয়।

চলতি বছরের ১৫ এপ্রিল স্ত্রীর মরদেহ নিয়ে অ্যাম্বেুলেন্সে গ্রামের বাড়ি ফিরছিলেন। বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর পাশে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে অ্যাম্বুলেন্সচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আয়নাল হোসেনের মৃত্যু হয়। পর অ্যাম্বুলেন্সের চালকেরও মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আয়নাল হোসেনের তিন ছেলে ফরিদ হোসেন, ফরহাদ হোসেন ও ফিরোজ হোসেন।

 

ইএফ