শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

সাবেক ডিবি হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক ডিবি হারুনের ফ্ল্যাট-প্লট জব্দের আদেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নামে থাকা উত্তরার একটি ফ্ল্যাট ও ১৮ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আদালতে জানান, হারুন অর রশীদ জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে উত্তরার তিনটি প্লট এবং ১৫৭০ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ চাওয়া হয়।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি হারুনের নামে থাকা ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দ করে আদালত। একইসঙ্গে ১০টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ টাকারও বেশি অর্থ অবরুদ্ধ করা হয়।

হারুনের ভাই এবিএম শাহরিয়ারের ৩০ বিঘা জমি, ১১টি ব্যাংক হিসাব এবং তিনটি কোম্পানির শেয়ারও তখনই জব্দ করা হয়।

টিএইচ