শুক্রবার, ১৭ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি, কুমিল্লার সহযোগিতায় জেলা পুলিশ কুমিল্লার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নগরীর কেন্দ্রীয়  ঈদগাহ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সকলের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং ডের উদ্বোধন করেন পুলিশ সুপার কুমিল্লা আব্দুল মান্নানসহ বিপিএম (বার) আমন্ত্রিত অতিথিরা। এরপর একটি র্যালি ঈদগাহ থেকে শুরু হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, পুলিশ সুপার কুমিল্লা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা কুমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরী, কমিউনিটি পুলিশিং কুমিল্লার সহ-সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, মো. মিজানুর রহমান, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, একেএম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কুমিল্লা, বীর মুক্তিযোদ্ধারা, কমিউনিটি পুলিশিংয়ের নেতারা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের বিশিষ্টজন।
পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। পুলিশ সুপার সমাপনী  বক্তব্যে বলেন, পুলিশ জনতার মেলবন্ধনে অপরাধ দমন ও জনশৃঙ্খলা নিশ্চিতপূর্বক আমরা সবাই মিলে গড়বো নিরাপদ ও স্মার্ট কুমিল্লা।

কক্সবাজার : কক্সবাজার সদর মডেল থানার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এরপর বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের করা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে এসে মিলিত হয়। পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামানের সভাপতিত্বে ওসি অপারেশন মো. শাকিলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মিজানুর রহমানকে সভাপতি ও ওয়াহিদ মুরাদ সুমনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিউনিটি পুলিশিংয়ের কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মো. রেজাউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুজিবুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এত সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিধি  হিসেবে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) মো. জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌরমেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. এস এম আব্রাহাম লিংকন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক সফি খান, সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ড. আনোয়ার হোসেন মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, সনাকের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশনারা চৌধুরী মেগম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

সাতক্ষীরা : সাতক্ষীরা সদর থানা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে সেখানে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ-সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ্ আল হাদী। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।

র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান  ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ওসি তারেক ফয়সাল ইবনে আজিজসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদসরা। 

ফেনী: জেলা পুলিশের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী মডেল থানার এসআই (নি.) মো. এমরান হোসেনকে জেলার শ্রেষ্ঠ সিপিও এবং কমিউনিটি পুলিশিং ফেনী থানা সমন্বয় কমিটির সদস্য মো. মজিবুল হক রিপন শ্রেষ্ঠ সিপিএম পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্টারলাইন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, গ্রুপের নির্বাহী পরিচালক জাফর আহমদ, ফেনী জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-ফোর্স ও জেলা কমিউনিটির সদস্যরা।

নীলফামারী : জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা  শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এতে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার গোলাম সবুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও নীলফামারী পৌরমেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা অ্যাড. মমতাজুল হক, নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু। অনুষ্ঠান শেষে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে  সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জ থানার এসআই মো. নুর ইসলামকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।

রাজবাড়ী: রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপার কার্যালয়ে এসে শেষ হয়। এতে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল হোসেন, জেলা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ঝলকাঠি : পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পুলিশ লাইনসের ড্রিলসেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার সাইদ, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলমসহ আরো অনেকে। সভা শেষে দুইজন বেস্ট কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়।

কিশোরগঞ্জ: পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে ব্যান্ড পার্টি সহকারে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন,সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, জেলা বিশেষ শাখার ডি আইও-১ মোমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।

ঝিনাইদহ : ঝিনাইদহ পুলিশ লাইন ময়দানে এই উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল হাই (এমপি), বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহজীব আলম সিদ্দিকী সমি (এমপি), খালেদা খানম (মহিলা এমপি), ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি কনক কান্তি দাস, পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।  সভা শেষে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার এসআই শরিফুল ইসলাম শরীফকে এবং আরও কয়েকজন কমিউনিটি পুলিশ সদস্যকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেয়া হয়। 

উখিয়া (কক্সবাজার) : উখিয়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উখিয়া থানা কম্পাউন্ড থেকে উখিয়া থানা রোড প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল হুদাসহ থানার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।

রাউজান (চট্টগ্রাম): রাউজান থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। রাউজান থানার উপপরিদর্শক নাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ,  প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, রাউজান থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক  ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। এসময় রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, উপপরিদর্শক শাহাদাত হোসেন, উপপরিদর্শক শেখ জাবেদ, সোলায়মান পাটুয়ারি, সুজন চন্দ্র পাল,  মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, তপন দে, আবদুল লতিফ,  আবু ছালেক, ব্যবসায়ী জসিম উদ্দিনসহ পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : রাঙ্গাবালী থানায় র্যালি উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার। কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ  দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগে সভাপতি আরিফুর রহমানসহ কমিউনিটি পুলিশ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শ্রীপুর (মাগুরা) : শ্রীপুর থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। শ্রীপুর থানা ওসি কাঞ্চন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা মহিলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফিরোজা ইয়াসমিন, থানা সেকেন্ড অফিসার আ ফ ম মনিরুজ্জামান, শ্রীপুর থানা ও গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

টিএইচ