বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
The Daily Post

হাসিনার ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

হাসিনার ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের চিকিৎসক

গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান সাক্ষ্য দিয়েছেন। আন্দোলন চলাকালে হাসপাতালে ঘটে যাওয়া পরিস্থিতি উল্লেখ করে তিনি শেখ হাসিনাসহ চারজনের দৃশ্যমান ফাঁসির দাবি জানিয়েছেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন অধ্যাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, আন্দোলন চলাকালীন যখন গুলিবিদ্ধ আন্দোলনকারীরা হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, তখন ডিবি তাদের মুক্তি দিতে বাধা দেয়। এছাড়া ডিবি হাসপাতালে নির্দেশ দেয়, নতুন করে আর কোনো গুলিবিদ্ধ আন্দোলনকারী ভর্তি করা হবে না।

এসব অভিযোগের ভিত্তিতে তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং আরাফাত এ রহমানের দৃশ্যমান ফাঁসির দাবি করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ পর্যন্ত এই মামলায় মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

জবানবন্দি শেষে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করবেন।

এর আগে, ৩ আগস্ট আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এরপর ৪ ও ৬ আগস্ট পঙ্গু শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান, দিনমজুর পারভীন, রিনা মুর্মু ও একেএম মঈনুল হক প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।

১৭ আগস্ট সাক্ষ্য দেন সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদ এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম। ১৮ আগস্ট সাক্ষ্য দেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশন এই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে।

৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার এই অভিযোগপত্রে তথ্যসূত্র, জব্দ তালিকা, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। এই মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন।

টিএইচ