শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরল ১৪ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হবিগঞ্জের মাধবপুরে চারজন, চুয়াডাঙ্গায় দুজন, কক্সবাজারে দুজন, সিরাজগঞ্জে দুজন, কুড়িগ্রামে একজন, ঝিনাইদহে একজন, জামালপুরে একজন, কুমিল্লায় একজনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

হবিগঞ্জ : মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় বাদশা কোম্পানির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে ওই এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় শিশুসহ  আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুরের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার, রজব আলীর ছেলে হাফিজুর রহমান ও জহুর আলীর মেয়ে আয়েশা বেগম। অন্য একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তারা ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিল বলে জানায় পুলিশ। মাধবপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের অদূরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদজমা গ্রামের সরোয়ার হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে আব্দুর রাজ্জাক তার পাখিভ্যানে করে সরোয়ার হোসেনকে নিয়ে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস পাখিভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কের বানিয়ারছড়া ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেত পাড়ার মনোয়ার আলমের ছেলে সিএনজিচালক শহীদুল ইসলাম সোহেল ও একই এলাকার মাওলানা জামাল হোছাইনের ছেলে নুরু উল্লাহ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াছড়ার ময়লাডিপো এলাকায় কক্সবাজারমুখি এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি বাসের সামনের অংশে ঢুকে দুমড়ে-মুচড়ে চালক-যাত্রীরা আটকে যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফুল আমিন জানান, বাস-সিএনজির সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। বাসের সামনের অংশে আটকে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি আলাদা করে দুজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে সোহেল সিএনজিচালক আর নুরু উল্লাহ যাত্রী ছিলেন। গাড়ি দুটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগাঁতী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাস চালক মুনছুরুল আলম বাবুল ও একই গ্রামের সৌম্য দাসের ছেলে যাত্রী শ্রী মানিক চন্দ্র শীল। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ট্রাকটি নয়ানগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান। এতে নিহত যাত্রী মানিক চন্দ্র শীলের আপন ভাই সুমন কুমার দাসও গুরুতর আহত হন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রখানার সাউদপাড়া গ্রামের ফুলবাড়ী-খড়িবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে। আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বর্তমানে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ফুলবাড়ী জোবেদা অটোরাইস মিলে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন সাইদুল। তিনি খড়িবাড়ী সড়কের চন্দ্রখানার সাউদপাড়ায় পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইদুল। ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত সাইদুলের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঝিনাইদহ : ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় তা পাল্টাচ্ছিলেন চালক ও হেলপার। হঠাৎ চাকা পাল্টানোর লিভার (জগ) স্লিপ করলে উল্টে যায় ট্রাকটি। চাপা পড়েন চালক ও হেলপার। এতে প্রাণ হারান হেলপার আশরাফুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঝিনাইদহ সদরের শিকারপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাকা পাল্টানোর লিভার ফসকে গেলে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়েন দুজন। এসময় আশরাফুল সেখানেই মারা যান। পরে অনেক চেষ্টার পর স্থানীয়রা আশরাফুলের মরদেহ উদ্ধার করতে পারে। আর আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামপরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুর : জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহিম নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বুরুঙ্গা (ছেন্না) এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার চরপলিশা এলাকার জিয়াউল হকের ছেলে। বিষয়টি জানিয়েছেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম। আহতরা হলেন, উপজেলার চরঘোষেরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে নিরব ও সুরমান হোসেনের ছেলে আনন্দ, চরপলিশা এলাকার মোস্তফার ছেলে আল আমীন ও বেতমারী এলাকার রমজান আলির ছেলে সাইদুল্লাহ হোসেন। ওসি শফিকুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত এবং সঙ্গে থাকা অপর এক আরোহী আহত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের কাছে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত যুবক দেবিদ্বার উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের শাকতলা গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল আউয়াল ভূঁইয়ার ছেলে আব্দুল্লাহ ভূঁইয়া এবং অপর আহত মো. হোসাইন ভূঁইয়া একই বাড়ির মৃত. হাসান ভূঁইয়ার ছেলে। ওরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। আহত মো. হোসাইন ভূঁইয়াকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ ও হোসাইন বুড়িচং উপজেলার রাম্পুর গ্রামের খালার বাড়ি থেকে দেবিদ্বার আসার পথে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিস্টিটিউশনের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সামনে ঢুকে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. পাভেজ আলী জানান,  কুমিল্লাগামী একটি ট্রাকের সম্মূখভাগে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকেপড়া মোটরসাইকেল চালক নিহত এবং অপরজন আহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

টিএইচ