সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Post

কুড়িগ্রামে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকায় এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। গত শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীর কর্তৃক সেনা অভিযানে এক মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী। পরে ধাওয়া দিলে কৌশলে মাদক কারবারি পালিয়ে যায়।  

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে গেছে। এ ছাড়াও সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান ও চাঁদাবাজবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ