জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ সময় বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে এই বর্ণাঢ্য র্যালি বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। বর্তমানে কিছুটা দ্বিমত পরিলক্ষিত হলেও আমরা ফ্যাসিস্টের প্রশ্নে ঐক্যবদ্ধ।
জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার জনমনের আশা পূরণ করতে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে এই অধ্যাপক সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন বাবু, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, রাবি রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. হাবিবুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষক ও দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
টিএইচ