অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মাটি কেটে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে বিএনপি নেতা আছলাম মজুমদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার কুমিল্লার লালমাই ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন। আছলাম মজুমদার একজন মাটি ব্যবসায়ী ও লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানান, কয়েকমাস ধরে বিএনপির এই নেতা উত্তর ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কয়েকটি কৃষিজমি ও ফিসারিজের মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছিলেন। গত বৃহস্পতিবার স্কুল শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের মৌখিক অভিযোগে ইউএনও ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। এর আগে ১৯ মার্চ একই অপরাধে অন্য একটি ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আছলাম মজুমদার বলেন, ফসল উৎপাদন কম হওয়ায় জমিগুলোতে মাছের ফিসারিজ করতে মাটি কাটছি। আমি নিজের জমিতে মাটি কাটি, অন্য কারও জমিতে নয়। আজকে ইউএনও এসেছিলেন। তবে আমাকে জরিমানা করেননি।
লালমাই ইউএনও হিমাদ্রী খীসা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিনা অনুমতিতে ভেকুসহ মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আছলাম মজুমদার নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
টিএইচ