সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
The Daily Post

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ : ময়মনসিংহে দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেনের নেতৃত্বে র্যালিটি নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুদীপ্ত তালুকদার। তিনি তার বক্তব্যে সকল অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তব্যে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোখলেছুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ, বিজ্ঞ সরকারি উকিল মো. আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ার আজিজ টুটুল। অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদানের জন্য তিনজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়। সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারক, আইনজীবী, স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিলেট : সিলেটে দিবসটি উপলক্ষ্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, আইনগত সহায়তা দেয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। তিনি এ দায়দায়িত্ব জেলা প্যানেল আইনজীবীদের যথাযথভাবে পালন করার আহ্বান করেন। সভায় আরও বক্তৃতা করেন এইড ও শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চিফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চিফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, মহানগর দায়রা জজ রাজীব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার : দিবসটি উপলক্ষে র্যালি, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বদরুল হোসোন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ড. আব্দুল মতিন চৌধুরী, রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (জিপি) অ্যাড. মামুনুর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাড. রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জজশিপের বিচারকরা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা। আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

রাজবাড়ী : জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুসেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সোহেল শেখ, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা লিগ্যাল এইডের সদস্য অ্যাড. মো. হাবিবুর রহমান বাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুর রাজ্জাক (২) প্রমুখ।

বরিশাল ব্যুরো : বরিশাল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফ উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, জেলা পিপি আবুল কালাম আজাদ, বার কাউন্সিলের সদস্য এনায়েত হোসেন বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস.এম সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী। আলোচনা সভা শেষে ‘মরিয়মের বিচার প্রাপ্তি’ শিরোনামে একটি মঞ্চ নাটক উপস্থাপন করা হয়।

দিনাজপুর: জেলা ও দায়রা জজ ভবন চত্বর হতে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর। স্বাগত বক্তব্য রাখেন- জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন। বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক মো. হুমায়ুন কবীর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লাহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক অ্যাড. খয়রাত আলী। উপকারভোগী হিসেবে লিগ্যাল এইড এর সহযোগিতার কথা উল্লেখ্য করে অনুভূতি ব্যক্ত করেন শিরিন আক্তার। এ বছর জেলা লিগ্যাল এইড অফিস হতে মনোনীত শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী অ্যাড. জাহানারা বেগম মুন্নি চৌধুরী। আলোচনা সভার শুরুতে যুগ্ম জেলা ও দায়রা জজ মেহেদী পাভেল সুইট রচিত সচেতনতামূলক নাটক ‘কেরামতির অবসান’ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী জজ মো. সাব্বির আহমেদ।

ফেনী : ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত ভবন প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী। পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ.এন.এম মোরশেদ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক অ্যাড. মীর মোশারফ হোসেন মানিক, এবং এনজিও ইপসার প্রতিনিধি মো. মাহাবুল হক। এছাড়া এডিআর উপকারভোগী সুলতানা রাজিয়া তার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী, সহকারী জজ সবুজ হোসেন ও সাথী ইসলাম। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিস ফেনীর কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী। এসময় বিচার বিভাগীয় কর্মকর্তারা, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জেলা বারের আইনজীবী, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটি ফেনীর ২০২৪ সালের কর্মদক্ষতার ভিত্তিতে অ্যাড. কাজী মো. শাহজালাল, অ্যাড. আবদুল আহাদ ভূঁইয়া ও অ্যাড. আবদুছ ছাত্তারকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাগেরহাট : বাগেরহাট জেলা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আদালত চত্বর থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খুলনা-বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন- বাগেরহাটের জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলম, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আইনজীবী সহকারী সমিতির সদস্য এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ঝালকাঠি : ঝালকাঠিতে দিবসটি উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রার পূর্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি সূচনা করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. রহিবুল ইসলাম।  এসময় জেলা প্রশাসক আশরাফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর বিচারক (সিনিয়র জলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিম জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা তথ্য অফিসার ললিন বালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. নাসিমুল হাসান প্রমুখ।

নাটোর : নাটোর জেলা আইনজীবী ভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আব্দুর রহিম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল হক মুক্তা, লীগ্যাল এইড প্যানেলের সেরা আইনজীবী অ্যাড. শাহাদত হোসেন, জেলা লিগ্যাল এইড দপ্তর থেকে সেবা গ্রহীতা রুপালি খাতুন ও রিপন আলী। দিবসটি উপলক্ষে আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। তাছাড়াও শোভাযাত্রা শেষে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এবং রক্তদান কর্মসূচিও সম্পন্ন করা হয়।

নওগাঁ : নওগাঁ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান। পরে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এতে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার সুমন অংশ নেন। র্যালি শেষে কোট চত্বরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী : নীলফামারীতে দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা।
সভায় বক্তব্য দেন, নীলফামারীর-২ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক এবি, এম, গোলাম রসুল, জেলা  প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, জেলা জজ আদালত জি.পি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরীসহ অনেকে। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার জানান, লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত ফৌজদারি, দেওয়ানী, পারিবারিকসহ মোট ৪ হাজার ১২৮টি মামলা ও মীমাংসা আবেদন পড়ে। এরমধ্যে ১ হাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।

টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. নাজিমুদ্দৌলার সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাওছার আহমেদ, জেলা স্পেশাল জজ দিলারা আলো চন্দনা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার আবু তাহের, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান, সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, সরকারি কৌসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
জাতীয় লিগ্যাল এইড দিবস উপলক্ষে টাঙ্গাইলের আদালত প্রাঙ্গণে বিভিন্ন আইনগত সহায়তা কেন্দ্রের সমন্বয়ে মেলার আয়োজন করা হয়।

টিএইচ