তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক দুটি আয়োজনে যোগ দিতে রওনা হয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, আগামীকাল ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন প্রধান বিচারপতি। তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ সিম্পোজিয়ামটি। গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট এই আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান।
এরপর ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদান করবেন তিনি।
প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
টিএইচ