মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-পুলিশসহ সড়কে ঝরল নয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক-পুলিশসহ সড়কে ঝরল নয় প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারজন, কুষ্টিয়ায় পুলিশ সদস্যসহ দুজন, বগুড়ায় এক অটোভ্যানচালক, জামালপুরের দেওয়ানগঞ্জে একজন শিক্ষক, শরীয়তপুরের ডামুড্যায় একজনসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখীলেনে, সিংপাড়া-নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার, দেওয়ান আজাদ জানান- খুলনার যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন, পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও দুজনের। নিহতদের মধ্যে তিনজন বাসযাত্রী ও একজন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত আরও ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে দুজন চিকিৎসকের বাড়ি যশোরের সদর উপজেলায়, নিহতারা হলেন, জিল্লুর রহমান, ডা. জালাল, ডা. আ. হালিম ও ট্রাক হেলপার মো. হাসিব।  হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এক্সপ্রেসওয়েতে। অভিযুক্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে বাসের চালক ও হেলপার। আইনগত প্রক্রিয়ার শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের স্বজনদের কাছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। মাত্র অতিরিক্ত গতির কারণে, সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সদর উপজেলার ভাদালিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্বপালন করা অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসচাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।
ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইওয়ে থানার এসআই নাজির আহম্মেদ বলেন, সকালে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় ট্রলিচাপায় রবিউল ইসলাম নামে এক ঢালায় শ্রমিক নিহত হয়। নিহত রবিউল ইসলাম ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাবলু ইসলামের ছেলে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। নিহত শ্রমিকের লাশও ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

বগুড়া : বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহগ্রাম এলাকায় ২য় বাইপাসে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. বাদশা। তিনি খোট্টাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে।
বগুড়া কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, ২য় বাইপাস মহাসড়কে বাদশা একাই তার অটোভ্যান নিয়ে মাদলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুজাবাদ দহগ্রাম এলাকায় একটি ট্রাক মহাসড়কের উঠার সময় ধাক্কা দেয়। এতে অটোভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাদশা মারা যান। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাইভাটকারের ধাক্কায় আতাউর রহমান (৫৪) নামে এক শিক্ষক নিহত এবং সামিউল ইসলাম নামে ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে। আহত ছামিউল ইসলাম পোল্যাকান্দি নামাপাড়া গ্রামের মৃত অজিমদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন শিক্ষক আতাউর রহমান। সে সময় সামিউল ইসলাম নামে এক ব্যক্তি তার সঙ্গে হাটছিলেন। এ সময় সড়কের উল্টো দিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার আতাউর রহমান ও সামিউল ইসলামকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদের গুরতর আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং সামিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাইভেটকার চালক পালিয়ে যায়। প্রাইভেটকারটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শরীয়তপুর : শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয় তার স্ত্রী রেনুজা বেগম। শনিবার (২৮ জুন) উপজেলার পূর্ব ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশ্রাফ আলী দর্জী গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশ্রাফ আলী দর্জীকে কুকুরে কামড় দিয়েছিলো। শনিবার (২৮ জুন) জলাতঙ্কের ভ্যাকসিন নিতে তিনি তার স্ত্রী রেনুজা বেগম ও মেয়ে স্বপ্নাকে নিয়ে ভ্যানযোগে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা হয়। পথিমধ্যে পূর্ব ডামুড্যা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশ্রাফ আলী তার স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে আশ্রাফ আলী দর্জীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী রেনুজা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। তার স্ত্রীও গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ