শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ফরিদপুরে বউয়ের হাতে কৃষক দল নেতা খুন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বউয়ের হাতে কৃষক দল নেতা খুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বউয়ের শিলের (পুঁতো) আঘাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৫) নামে উপজেলা কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাত ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মুন্সি’র(ডক সাহেব) ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জের ধরে ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী,ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে ওবায়দুর রহমান মুন্সি’র স্ত্রী পাথরের পুঁতো দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

এ ব্যাপারে নিহতের ভাই সিরাজুল হক বলেন, আমার ভাইয়ের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন তার বউ, ছেলে ও পুত্রবধূর সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে তার বউ পাথরের পুঁতো দিয়ে আঘাত করে খুন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম প্রাথমিকভাবে স্বীকার করেছেন নিজেই তার স্বামীকে পাথরের পুঁতো দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ