‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) দেশের বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
সিরাজগঞ্জ : জেলা প্রশাসনের আয়োজনে ও সদর ভূমি অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শেষে ভূমিমেলার উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম র্যালি ও ভূমি মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, সিরাজগঞ্জ সদর ইউএনও মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফেনী : ফেনী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভূমি মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের ট্রাংক রোড ঘুরে ভূমি অফিস চত্বরে সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউএনও সুলতানা নাসরিন কান্তা। সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট শাখা ও রেভিনিউ মুন্সিখানা শাখা) ফাহমিদা আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব এবং ছাত্র প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ ও ওমর ফারুক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার ও সহকারী কমিশনার (নেজারত শাখা) তানভীর আহমেদ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
পার্বত্যাঞ্চল : মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি সেবা ও ভূমি সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম। ভূমি মেলা উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হাসিবুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুর ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, জামায়াত ইসলামীর নেতা মো. আমান উদ্দিনসহ ভূমি মেলায় আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মো. নাহিদুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, জমির খতিয়ান ও মৌজার ম্যাপ সরবরাহসহ ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ইউএনও মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক গৌতম কুমার সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ।
ঝিনাইদহ: জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের বরা হয়। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ,বি এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য মেলায় সেটেলমেন্ট অফিস, রেকর্ড রুম শাখা, উপজেলা ভূমি অফিস, জেলা রেজিস্ট্রি অফিস, জেলা রাজস্ব শাখা, উপজেলা ডিজিটাল সেন্টার, সদর উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস,ভূমি অধিগ্রহন,জেনারেল সার্টিফিকেট ও ভিপি শাখার স্টল থেকে মেলায় আগত সেবা প্রার্থীদের তাৎক্ষনিক অনলাইন ভূমি সেবা, রেজিস্ট্রেশন, আবেদন আপলোড, ভূমি উন্নয়ন কর প্রদান, দাখিলা প্রিন্ট, ভূমি আইন, বিধিমালা,সার্কুলার, নির্দেশিকা, ই-নামজারির আবেদন, অনলাইন খতিয়ান সার্টিফাইড কপি, মৌজার ম্যাপ প্রদানসহ সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব ও পরামর্শ প্রদান করা হবে। মেলা চলবে আগামাী ২৭ মে পর্যন্ত।
মাদারীপুর : মাদারীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহের স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. সজীব ও অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী। এসময় জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নওগাঁ : নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন-নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস এর আয়োজন করে। নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীবের সভাপতিত্বে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীন বক্তব্য রাখেন। মেলায় ভূমি অফিসের তিনটি স্টল অংশ নিয়েছে। যেখানে বিনামূল্যে সেবাগ্রহীতারা নামজারির আবেদন করতে পারবেন। এসময় ভূমি সেবা গ্রহীতাদের মধ্যে নামজারি খতিয়ান ও খাস জমির লিজ নবায়ন রশিদ প্রদান করা হয়। এরআগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
চট্টগ্রাম (দক্ষিণ) : উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড্ডয়ন এবং আনুষ্ঠানিক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ভূমি মেলার উদ্বোধন করা হয়। সাতকানিয়া উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৫ টি ইউনিয়ন ভূমি অফিসমূহে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্য সেবা দেয়া হবে। সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুদীপ্ত রেজা । এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলার কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বিত্তম সরকার, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, কানুনগো বাচ্চু মনি চাকমা, ভূমি উপ-সহকারী কর্মকর্তারা, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে তিন দিনব্যাপী এই ভূমি মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। ময়মনসিংহ শহরের নির্ধারিত মেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রেজা মো. গোলাম মাসুম প্রধান, এডিসি (রাজস্ব) আজিম অদ্দিন, সদর ইউএনও আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সম্মানিত ব্যক্তিরা। একই দিন ফুলপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। সেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভূমি মেলায় ই-নামজারির আবেদন, খতিয়ান সরবরাহ, মৌজার ম্যাপ এবং অনলাইনে সার্টিফায়েড কপি প্রাপ্তির সুবিধা সরাসরি ভোগ করতে পারছেন সাধারণ জনগণ। কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে এই সেবা পেতে পারছেন সেবাগ্রহীতারা।
রাঙামাটি : জেলা প্রশাসনের আয়োজনে, রাঙামাটি জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়ামের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে পরে জিমনেসিয়াম প্রাঙ্গনে বেলুন ও ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাব্বি উল্লাহ মারুফ। পরে জিমনেসিয়াম সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামূল হক ভূঁইয়ার সভাপতিতে এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি : আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। ডিসি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ৮টি স্টলে জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা ও রেকর্ড রুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, রাজস্ব সার্কেল, সাব রেজিস্ট্রি অফিস এবং সেটেলমেন্ট অফিস অংশ নেয়। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে। মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।
রাজশাহী : রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে প্রতিপাদ্য বিষয়ে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার মোছা. তাছলিমা খাতুন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুস্তাফীজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জমান সুলতানা। অনুষ্ঠানে চারজন সেবাগ্রহীতকাকে ডিসিআর, একজনকে খাতিয়ান ও তিনজনকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়। মেলায় কয়েকটি স্টলে ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত তথ্যাবলি উপস্থাপন করা হচ্ছে।
কুড়িগ্রাম : জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পরে জেলা প্রমকসকের হলরুমে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ভূমি মেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে সেক্রেটারি মাও. নিজাম উদ্দীন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল প্রমুখ। আলোচনা সভা শেষে সদর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি আড্ডা ও সুবিধা ভোগীদের জন্য গণশুনানী কাচারি ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রাশসক (রাজস্ব), উপপরিচালক, স্থানীয় সরকার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সাঈদা পারভীন,উপকারভোগী জমির মালিকরা।
জয়পুরহাট : জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। পরে ভূমি সেবা অটোমেশন. বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর ইউএনও রাশেদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, রেভিনিউ ডেপুটি কালেক্টর মিজানুর রহমান প্রমুখ।
টিএইচ