শুক্রবার, ১৭ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, হবিগঞ্জের বাহুবলে সিএনজির দুই যাত্রী, ময়মনসিংহের ভালুকায় এক অটোচালক, জামালপুরের বকশীগঞ্জে এক স্কুল শিক্ষিকা, ঝিনাইদহের মহেশপুরে একজন ও রংপুরের মিঠাপুকুরে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় নারীসহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। আহত ৩ যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকা রোববার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে।

জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও ছেলে মতিবুর রহমানসহ (২৫) ৪/৫ জন সিএনজি অটোরিক্সা নিয়ে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজের কাছে আসলে পিছন দিক থেকে চেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়।

এসময় জমিলা খাতুন  ঘটনাস্থলেই মারা যান। এমতাবস্থায় পথচারীরা এগিয়ে এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে জমিলা খাতুনের লাশ উদ্ধার করে।

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় শামীম হাসান (২৬) নামের এক অটোচালক নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। স্থানীয়রা জানায়, ঢাকাগামী উল্টোপথে আসা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত শামীম হাসান উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে। ভরাডোবা হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশার ধাক্কায় তিনি মারা যান। নিহত  স্কুল শিক্ষিকা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী। 

স্থানীয় সূত্র জানায়, মাদারেরচর গ্রাম থেকে এক কিলেমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।

বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি।  

মহেশপুর(ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে একটি বাস ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবুল হাসেম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৫ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আবুল হাসেম মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের কাঁঠালবাগান পাড়ার সামছুল ইসলামের ছেলে। গত শনিবার রাতে মহেশপুরের জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে নেপা বাজার থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের বাসটি ছেড়ে যায়। পথিমধ্যে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে পৌঁছালে জিন্নাহনগর থেকে আসা ওই ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাক্টর উভয়েই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রাণ হারান আবুল হাসেম নামে ওই ব্যক্তি। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, দুর্ঘটনার তথ্য পাওয়ার পরই থানা থেকে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথার অদুরে হাসনা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং থানা সূত্রে জানা যায়, মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক ধরে ফুলবাড়ীগামী একটি ট্রাক বেপরোয়াভাবে চলার সময় মিঠাপুকুর গড়ের মাথার অদুরে হাসনা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে বিপরীত দিকগামী অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রান হারান।

কর্তব্যরত পুলিশ ঘাতক ট্রাকটি পিছু ধাওয়া করে আটক করে থানায় নিয়ে আসেন। ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নাই। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ