শুক্রবার, ১৭ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ছয় প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিলেটে পিকআপ উল্টে দুই পর্যটক, গোপালগঞ্জে দুইজন, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একজন ও লালমনিরহাটের হাতীবান্ধায় একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

সিলেট : সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ এলাকার আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গির হোসেন (৩০) ও সাভার হেমায়েত পুরের তোলাতলী এলাকার আব্দুল বারেকের ছেলে মোহাইমিন (২১)।

বিষয়টি জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম। ওসি বলেন, একটি পিকআপ ভ্যানে করে কিছু পর্যটক হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে কাটাগাঙ নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপ ও জি এস পরিবহনের একটি বাসের সংঘর্ষে পিকআপের চালক ও মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বাসের ৫ যাত্রী। মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে লায়েক  শেখ (৪৫)।

 গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই পিক-আপের দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাপমারা এলাকায় শান্তি পরিবহন-জীপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জীপ চালকের। এ ঘটনায় চান্দের গাড়িতে থাকা কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম (৪০) খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব মুসলিমপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে। তিনি চান্দের গাড়ির (জীপ) চালক। 

পুলিশ ও আহত যাত্রীরা জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় জীপ চালক মো. ইব্রাহিমসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, এসময় চান্দের গাড়ির (জীপ) চালককে হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও জীপ গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। 

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকায় অটো উল্টো কুয়াশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) হাতীবান্ধা মেডিকেল মোড় টু হাটখোলা সড়কের করিমের চাতাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি। এ সময় ওই নারীর স্বামী জাহেদুল ইসলাম ও বড় বোন বুলবুলীও আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) কুয়াশার বড় বোন বুলবুলী মেডিকেল মোড়ে এসে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করে কুয়াশাকে অটোতে তুলে। যাওয়ার সময় অটোতে স্বামী ও বড়বোনের সাথে হাতাহাতি হয় কুয়াশার। এ সময় তাদের অটো উল্টো যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক কুয়াশা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। হাতীবান্ধা থানার পুলিশের ওসি শাহা আলম জানান, এ ঘটনায় যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ