শুক্রবার, ১৭ মে, ২০২৪
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ভোলার লালমোহনে শিশুসহ দুজন, দিনাজপুরের পার্বতীপুরে ভ্যানচালকসহ দুজন ও মুজিবনগরের এক কৃষক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

লালমোহন (ভোলা) : ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. হাসনাইন (৬) ও মো. আবদুল জব্বার। 

রোববার (২৬ নভেম্বর) লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙলখালী বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নাগর হাওলাদার ও পুরঞ্জিত দাস নামে দুই পথচারী। 

নিহত হাসনাইন লাঙলখালী বাজারের সুইপার ভুট্টোর ছেলে ও আবদুল জব্বার পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত করম আলীর ছেলে। জব্বার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন। এদিকে বাসচাপায় নিহতের ঘটনায় পৃথকস্থানে তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ক্ষুদ্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রোববার (২৬ নভেম্বর) চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহি বাস লালমোহন পৌরসভার লাঙলখালী বাজারের ব্রিজ থেকে নামার সময় শিশু হাসনাইন বাসের সামনে দিয়ে দৌড় দেয়। এসময় শিশুটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। এতে বাসের ধাক্কায় সড়কের পাশে থাকা পথচারী জব্বার ও শিশু হাসনাইন বাসের চাপায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, দুর্ঘটনাকবলীত বাস থানা হেফাজতে আছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গত শনিবার রাতে পার্বতীপুর শহরের হলদিবাড়ী এলাকা এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লালু পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে এবং আব্দুল মজিদ পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তবে, এর চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, চন্ডিপুর থেকে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল একটি ভ্যান। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন তিন ভ্যানযাত্রী। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। এতে আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান এ ঘটনার বিষয়টি জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

মেহেরপুর : মেহেরপুর মুজিবনগরের দারিয়াপুর গ্রামে পাখি ভ্যান ও ট্রলির সংঘর্ষে ওয়াজ আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) ধান মাড়াই করে বাড়ি ফেরার পথে দারিয়াপুর নতুন ক্যাম্পের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াজ আলী দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল আলী ছেলে।

নিহতের ভাই মনিরুল ইসলাম সেন্টু বলেন, আজিজুল নামের এক কৃষক ট্রলি নিয়ে মাঠে যাওয়ার পথে একটি পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় । এসময় ধান মাড়াই করে বাড়ি ফেরার পথে গুরুত্বর আহত হন ওয়াজ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল বলেন, পারিবারিক সমঝোতায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

টিএইচ